Sunday, June 7, 2015

শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভাল



শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভাল

উপলক্ষে জুন ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়ার রকিবুল হাসান বলেন, “টেলিভিশন তারকারা সবসময় ক্রিকেট দলকে সমর্থন দিয়ে আসছে। তাদের খেলার ইচ্ছা আছে, কিন্তু বাস্তবায়নের সুযোগ হয় না। এই ফেস্টিভালের মধ্য দিয়ে ক্রিকেট টেলিভিশন তারকাদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে।
সেলিব্রেটি ক্রিকেট লিগের অন্যতম স্পন্সর প্রাণ গ্রুপের চিফ মার্কেটিং অফিসার জি এম কামরুল হাসান বলেন, “আমরা সবসময় খেলার ব্যাপারে সাহী, বিশেষ করে ক্রিকেটে সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভালের মাধ্যমে আমরা সাড়া দেশে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই।
আরেক স্পন্সর স্পোর্টিয়ামের সিএফও সালমা আদিল বলেন, “বাংলাদেশে এখন আমরা সবাই ক্রিকেটের অনুরাগী। এই খেলাটি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে। এই আয়োজনটি বিনোদন জগতের তারকাদের নতুন করে চেনাবে।
সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভালে অংশগ্রহণ করছে ছয়টি দল। প্রত্যেক দলে থাকছে আটজন নিয়মিত খেলোয়ার এবং চারজন বিকল্প খেলোয়ার। নিয়মিত আটজন খেলোয়ারের মধ্যে টেলিভিশন চলচ্চিত্রের সাত জন তারকা এবং জাতীয় ক্রিকেট দলের বতর্মান বা সাবেক খেলোয়োরদের মধ্যে একজন থাকছেন। প্রতিযোগী দলগুলোতে খাকছেন নারী পুরুষ উভয় খেলোয়াড়
রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে ছয়টি দল মোট ১৫টি লিগ ম্যাচ খেলবে। যার মধ্যে ২টি সেমিফাইনাল ১টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে ওভারে
আসছে ঈদ-উল-ফিতরের ছুটিতে জিটিভিতে সেলিব্রিটি ক্রিকেট ফেস্টিভাল প্রচার করা হবে। ছয় পর্বের এই ফেস্টিভাল ঈদের দিন সম্প্রচার শুরু হয়ে টানা ছয় দিন চলবে

No comments:

Post a Comment