Wednesday, June 10, 2015

‘নো এন্ট্রি মে এন্ট্রি’ তেও থাকছেন না সালমান!

‘নো এন্ট্রি মে এন্ট্রি’ তেও থাকছেন না সালমান!

 বলিউড সুপারস্টার সালমান খান যখন করণ জোহরের ‘শুদ্ধি’ করবেন না বলে জানান এবং সেই সিনেমার জ্ন্য বরুণ ধাওয়ানের নাম পরামর্শ করেন, তখন পুরো বলিউড যেন একটু নড়েচড়ে বসে। সবার মনেই প্রশ্ন সালমান খান আরো কোন সিনেমা ফিরিয়ে দিচ্ছেন কি?
জানা যায়, বনি কাপুরের ‘নো এন্ট্রি মে এন্ট্রি’তে নাও থাকতে পারেন সালমান খান। সালমান অবশ্য এই সিনেমা করবেন বলে জানালেও নির্মাতাদের এখনো কোন শিডিউল দেননি। ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ সিনেমাটি ২০০৫ সালের হিট সিনেমা ‘নো এন্ট্রি’র সিক্যুয়েল। ‘নো এন্ট্রি’ সিনেমায় এক বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সালমান, তাই ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ তে সালমানের থাকাটা বেশ জরুরি।
সালমান বর্তমানে ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘প্রেম রাতান ধান পায়ো’, সুলতান এবং ‘কিক’ এর সিক্যুয়েল নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন।

No comments:

Post a Comment