ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এ সফর নিয়ে আশাবাদী দুই দেশই। যাত্রা শুরুর প্রাক্কালে এক টুইট বার্তায় খোদ নরেন্দ্র মোদিও সেই বারতা স্মরণ করিয়ে দিয়েছেন যেনো। তাতে তিনি বলেছেন, এই সফর দুই দেশের বন্ধনকে মজবুত করবে। একই সঙ্গে দুই দেশ ও এ অঞ্চলের মানুষের কল্যাণ নিয়ে আসবে। লালগালিচা সংবর্ধনা আর বিশেষ গার্ড অব অনারের পর সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। রবিবার সন্ধ্যায় নিজের দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত ফুরসতহীন কর্মসূচি রয়েছে তার। মোদির সফরের একদিন আগেই ঢাকায় পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার রাত ৮টা ৩১ মিনিটে ঢাকা পৌঁছান তিনি।
নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জির এই সফর উপলক্ষে ঢাকার বিভিন্ন সড়ক সেজেছে বর্ণিল সাজে। শাহজালাল বিমানবন্দর থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত পুরো রাজপথ জুড়ে শোভা পাচ্ছে মোদি ও মমতার ছবি। রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও। সঙ্গে ভারত-বাংলাদেশের পতাকা। আর রয়েছে লাল-নীল-হলুদ-সবুজ নিশান। মোদিকে স্বাগত জানাতে বাংলা ও ইংরেজিতে লেখা ব্যানার বসেছে বিভিন্ন ফুটওভার ব্রিজ জুড়ে।
No comments:
Post a Comment