কাপড়ের দাগ তুলার কিছু সহজ উপায়
কাপড়ে দাগ লেগে গেলে দূর করা খুবই কষ্টকর। তারওপর যদি সুতি কাপড়ে লাগে তাহলে তো কষ্টের সীমা থাকে না। এরপর আবার থাকে কিছু নাছোড়বান্দা দাগের উৎপাত। অনেক সময় কাপড়ের রং চলে যায় কিন্তু দাগ যায় না। এসব দাগ তুলতে জেনে নেয়া যাক কিছু সহজ উপায়।
* কাপড়ে লিপস্টিকের দাগ লাগলে জায়গাটির লালচে ভাব যেতেই চায় না। এমন কাপড় স্পিরিটে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দাগ গায়েব হয়ে যাবে।
* জামায় বা শার্টে বল পেনের কালি লাগলে প্রথমে স্পিরিট দিয়ে ও পরে পেট্রল দিয়ে হালকা ভাবে স্পঞ্জ করলে দাগ চলে যাবে।
* সুতি বা সিল্কের কাপড়ে কালির দাগ লাগলে সামান্য ডিটারজেন্ট, ভিনেগার ও গরম পানির মিশ্রণ তৈরি করে দাগ লাগা অংশটি কয়েক ঘণ্টা ডুবিয়ে রাখুন। তারপর উষ্ণ পানি আর সাবান দিয়ে ধুলে দাগ চলে যাবে।
* অনেক সময় কাপড়ে মরিচার দাগ লেগে যায়। এক্ষেত্রে প্রথমে লেবুর রস দিয়ে জায়গাটায় ঘষুন, দেখবেন দাগ অনেক খানি চলে গেছে। এবার সেখানে কিছুটা খাবার সোডা বা লবণ ছড়িয়ে রোদে মেলে দিন। কিছুক্ষণ পরে সাবান ও হালকা গরম পানি দিয়ে ধুলে দাগ চলে যাবে।
* বর্ষার এই সময়টাতে কাপড় যখন তখনই কাদার দাগ লেগে যায়। এই দাগ দূর করতে সেদ্ধ আলুর খোসা ঘষুন। দেখবেন দাগ অদৃশ্য হয়ে গেছে।
No comments:
Post a Comment