Saturday, June 6, 2015

সাত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হাসিনা-মোদি

সাত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হাসিনা-মোদি

জুন- শনিবার সন্ধ্যায় ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রকল্পগুলো হচ্ছে খুলনা-মংলা পোর্ট রেলওয়ে লাইন, কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে লাইন, ফেনী নদীর ওপর বাংলাদেশ-ভারত প্রথম মৈত্রী সেতু, শিলাইদহে রবীন্দ্র কুঠীবাড়ির সম্প্রসারিত উন্নয়ন কার্যক্রম, তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট, সারদা পুলিশ লাইনে বাংলাদেশ ভারত মৈত্রী ভবন বিএসটিআই' উন্নত মানের টেস্টিং ল্যাব
এরপরশাপলা আয়োজিত অপর একটি কর্মসূচিতে দুই দেশের যৌথ স্বার্থসংশ্লিষ্ট চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করছেন মোদি-হাসিনা
সময় নরেন্দ্র মোদির হাতে স্যুভেনিউর উপহার সামগ্রী তুলে দেন শেখ হাসিনা। এরপর সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত যৌথ সংবাদ বিবৃতিতে অংশ নেন তারা
সন্ধ্যা সোয়া ৭টায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিজিটরস বুকে স্বাক্ষর করবেন। এর পরপরই কার্যালয় থেকে মোদিকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তবে এর কিছুক্ষণ পর রাত ৮টায় দুই প্রধানমন্ত্রীর আবার দেখা হবে হোটেল সোনারগাঁওয়ে। সেখানে গ্র্যান্ড বল রুমে অনুষ্ঠিত হবে ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ভোজসভা। রাত সাড়ে ৯টায় এই কর্মসূচি শেষ হবে
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বৈঠকেও নেতৃত্বে দেন হাসিনা ও মোদি। তাছাড়া দীর্ঘ দিনের প্রতীক্ষার পর বাংলাদেশ-ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এ চুক্তির অনুসমর্থনের স্বাক্ষরিত দলিল হস্তান্তর করা হয়। এর ফলে এখন স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পথে আর কোনো বাধা রইলো না

No comments:

Post a Comment