দূর থেকেই চার্জ করা যাবে স্মার্টফোন!
'অ্যাম্বিয়েন্ট ব্যাকস্ক্যাটার' নামের এই প্রযুক্তি রাউটার থেকে বের হওয়া ওয়াই-ফাই সিগন্যালকে শক্তিতে রূপান্তর করে স্মার্টফোন চার্জ করতে সক্ষম। এ জন্য 'পোওয়াই-ফাই' নামের নতুন প্রযুক্তির রাউটারও তৈরি করছেন তাঁরা। এরই মধ্যে ছয়টি ঘরে পরীক্ষামূলকভাবে নিজেদের আবিষ্কৃত প্রযুক্তি কাজে লাগিয়ে সফলও হয়েছেন। এ প্রযুক্তি ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহারে কোনো বাধাও তৈরি করেনি।
No comments:
Post a Comment