বিশেষ বাসসার্ভিস উদ্বোধন করলেন হাসিনা-মোদি-মমতা
![বিশেষ বাসসার্ভিস উদ্বোধন করলেন হাসিনা-মোদি-মমতা
বিশেষ বাসসার্ভিস উদ্বোধন করলেন হাসিনা-মোদি-মমতা](file:///C:\DOCUME~1\ADMINI~1\LOCALS~1\Temp\msohtml1\01\clip_image001.gif)
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধামমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যৌথভাবে এ বাস সার্ভিস উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাখা বাসে তিন জনেই উঠে বসেন। উদ্বোধনের পর নরেন্দ্র মোদি একটি সেলফিও তোলেন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন নরেন্দ্র মোদি। এ সফরে বিদ্যুৎ, যোগাযোগ, বাণিজ্য বিষয়ে ডজনখানেক চুক্তি হবে।
No comments:
Post a Comment