আবেদনময়ী ঠোঁটে ফোকাস করবে সেলফি
কখনও ফোনের নামই দেওয়া হচ্ছে সেলফি ফোন। সোজা কথা সেলফি দিয়ে গ্রাহক টানতে উঠে-পড়ে লেগেছে মোবাইল সংস্থাগুলি। এবার নয়া আকর্ষণ নিয়ে এল আসুস। ফোনের নাম জেনফোন সেলফি। এই ফোনের বিশেষত্ব হল এটাই যে, আপনার আবেদনময়ী ঠোঁটকে গুরুত্ব দেবে ফ্রন্ট ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরায় হবে ১৩ মেগাপিক্সেলের। থাকবে এলইডি ফ্ল্যাশ। এছাড়া জেনফোনের বেশির ভাগ বৈশিষ্ট্যই রয়েছে এই ফোনে। তবে সেলফি তুলতে গেলে আবেদনময়ী ঠোঁট বা ‘পাউট’-এর উপর বিশেষ ফোকাস করবে ক্যামেরা।
এই ফোনে রয়েছে গেরিলা গ্লাস। ২ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ থাকছে ফোনে। অ্যান্ড্রয়েড ললিপপ এই ফোনের অপারেটিং সিস্টেম।
আবেদনময়ী ঠোঁটে ফোকাস করবে সেলফি
কখনও ফোনের নামই দেওয়া হচ্ছে সেলফি ফোন। সোজা কথা সেলফি দিয়ে গ্রাহক টানতে উঠে-পড়ে লেগেছে মোবাইল সংস্থাগুলি। এবার নয়া আকর্ষণ নিয়ে এল আসুস। ফোনের নাম জেনফোন সেলফি। এই ফোনের বিশেষত্ব হল এটাই যে, আপনার আবেদনময়ী ঠোঁটকে গুরুত্ব দেবে ফ্রন্ট ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরায় হবে ১৩ মেগাপিক্সেলের। থাকবে এলইডি ফ্ল্যাশ। এছাড়া জেনফোনের বেশির ভাগ বৈশিষ্ট্যই রয়েছে এই ফোনে। তবে সেলফি তুলতে গেলে আবেদনময়ী ঠোঁট বা ‘পাউট’-এর উপর বিশেষ ফোকাস করবে ক্যামেরা।
এই ফোনে রয়েছে গেরিলা গ্লাস। ২ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ থাকছে ফোনে। অ্যান্ড্রয়েড ললিপপ এই ফোনের অপারেটিং সিস্টেম।
- See more at: http://www.deshebideshe.com/news/details/52467#sthash.LkS3j7hl.dpuf
No comments:
Post a Comment