Tuesday, June 9, 2015

নবাবপুর এলাকার হোটেল

 নবাবপুর এলাকার হোটেল
ঢাকায় রাত্রি যাপনের জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন মান ও খরচের হোটেল রয়েছে। এলাকার ওপর ভিত্তি করে হোটেলগুলোর মানেও কিছুটা তফাত পরিলক্ষিত হয়। নবাবপুর ঢাকার একটি পুরনো ব্যবসাকেন্দ্র। ব্যবসা বাণিজ্যের জন্য স্থানটির এখনও যথেষ্ট গুরুত্ব আছে।  বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন অনেককে আসতে হয় এখানে। এখানকার উল্লেখযোগ্য হোটেলের মধ্যে রয়েছে হোটেল জবেদা ইন্টারন্যাশনাল, শাদ ইন্টারন্যাশনাল ইত্যাদি।

এখানে পুরোপুরি নন এসি হোটেল যেমন আছে, তেমন এসি কক্ষ বিশিষ্ট হোটেলও আছে। এখানকার হোটেলকক্ষগুলোতে বিছানার পাশাপাশি চেয়ার টেবিলের মত প্রয়োজনীয় আসবাবপত্র থাকে। সাথে কেবল টেলিভিশনের ব্যবস্থাও থাকে। এসব হোটেলে নন এসি সিঙ্গেল রুমের ভাড়া ২০০ থেকে ৫০০ টাকা এবং ডবল রুমের ভাড়া ৩০০ থেকে ৭০০ টাকা। অন্যদিকে এসি সিঙ্গেল রুমের ভাড়া ১,৫০০ টাকা এবং এসি ডবল রুমের ভাড়া ১৫০০ টাকা। অনেক হোটেলে লন্ড্রি সার্ভিস দেয়া হয়। তবে পাঁচ তারকা হোটেলের মত সুযোগ সুবিধা নবাবপুর এলাকার হোটেলগুলোতে পাওয়া যায় না।

No comments:

Post a Comment