৪০ বছর আগের মাংস মজুদ!
সাধারণত ফ্রিজে এক মাস, দুই মাস কিংবা তিন মাস থাকলেই মাংস খাবার অনুপযোগী হয়। তারপরও মাংসের স্বাদ তো থাকেই না। কিন্তু ৪০ বছরের মাংস খাওয়া সম্ভব। অথচ তাই বিক্রি হচ্ছে চীনে!
সমপ্রতি চীনে খাদ্যে ভেজাল খুঁজতে গিয়ে মিলেছে বিক্রির জন্য রাখা ৪০ বছরের পুরনো মাংসের ভাগাড়! এর পরিমাণ হবে প্রায় এক লাখ টন। এর মধ্যে রয়েছে বিক্রির জন্য রাখা হাজার টনেরও বেশি মুরগি, গরু, শূকরের মাংস। এই পুরাতন মাংসই সরবরাহ করার কথা ছিল বিভিন্ন রেস্তোরাঁ, বাজার, শপিং মলে। হংকং ও ভিয়েতনামেও পাঠানোর কথা ছিল এই মাংস। হুনান প্রদেশে চীনের খাদ্য পরিদর্শকরা আচমকা হানা দিয়ে প্রায় ৩ লক্ষ কোটি ইয়ান (৪ কোটি ৮৩ লক্ষ মার্কিন ডলার) মূল্যের বেআইনি, খাবার অযোগ্য মাংস উদ্ধার করে। সেইসব মাংসের উত্কট গন্ধে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন খাদ্য পরিদর্শক। - বিবিসি
No comments:
Post a Comment