Sunday, October 8, 2023

মিসরে পুলিশের গুলিতে ২ ইসরায়েলিসহ নিহত ৩

 মিসরীয় শহর আলেকজান্দ্রিয়ায় ইসরায়েলি পর্যটকদের ওপর একজন পুলিশ সদস্য গুলি চালিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে। এতে অন্তত দুই ইসরায়েলি ও একজন মিসরীয় নিহত হয়েছে।


এক্সট্রা নিউজ টেলিভিশন চ্যানেল একজন অজ্ঞাতপরিচয় নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, আলেকজান্দ্রিয়ার পম্পেইস পিলার সাইটে সংঘটিত হামলায় আরো একজন আহত হয়েছে। মিসরীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে চ্যানেলটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।


সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলেও তারা উল্লেখ করেছে।

অন্যদিকে ইসরায়েলের জাকা রেসকিউ সার্ভিস জানিয়েছে, আলেকজান্দ্রিয়ায় দুজন নিহত হয়েছে।


পর্যটন এলাকা সুরক্ষিত করার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা আলেকজান্দ্রিয়ার মানশেয়া এলাকায় তার ব্যক্তিগত অস্ত্র থেকে গুলি চালিয়েছিলেন বলে জানা গেছে।


গাজা থেকে বড় ধরনের আগ্রাসনের পর ইসরায়েল যখন ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে, তখন রবিবারের এ হামলাটি ঘটল।


প্রসঙ্গত, মিসর কয়েক দশক আগে ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করেছিল এবং দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। কিন্তু দেশটিতে ইসরায়েলবিরোধী মনোভাব বেশি, বিশেষ করে সহিংসতার সময়।

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ১৭৫৬৮ টাকা করার প্রস্তাব সিপিডির

 তৈরি পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা করার প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। পোশাক খাতের মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএ সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন তাদেরও আরো বেশি দেওয়ার আগ্রহ রয়েছে।

গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণ ও পর্যবেক্ষণ শীর্ষক জরিপ আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সর্বশেষ ২০১৮ সালে নির্ধারণ করা হয়।


সে সময় মজুরি নির্ধারিত হয় ৮ হাজার টাকা। মূল্যস্ফীতি, শ্রমিকের আর্থিক নিরাপত্তা বিবেচনায় সিপিডি ৯ হাজার ৫৬৮ টাকা বাড়িয়ে নতুন এই ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে।

রবিবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশানে একটি হোটেলে সিপিডি এই সেমিনারের আয়োজন করে। সিপিডি গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি ছিলেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, বিজিএমইএর সভাপতি মো. ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষে প্রতিনিধি শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তামিম আহমেদ।

শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রস্তাব করে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-এর মজুরি নির্ধারণ পদ্ধতি অনুসারে সিপিডি মনে করে পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা হতে পারে।


তবে জরিপে উঠে এসেছে ২৮ শতাংশ কারখানার মালিকরা মনে করেন ১২ হাজার টাকা পর্যন্ত দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের। কেউ কেউ ২১ হাজার টাকা পর্যন্ত দেওয়ার সমর্থ্য রাখেন।


আর শ্রমিকরা মনে করেন, কমপক্ষে ১৮ হাজার টাকার নিচে দিলে তাদের জীবন চলে না। এদিকে শ্রমিক সংগঠনগুলোর আলোচনায় প্রস্তাবনা রয়েছে ২২ থেকে ২৫ হাজার টাকা।

বিজিএমইএ-এর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, সিপিডির দেওয়া তথ্য ও উপাত্ত নিয়ে আমাদের দ্বিমত রয়েছে। এসব তথ্য উপস্থাপনের আগে মালিকপক্ষের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সঙ্গে যাচাই-বাছাই করে নিলে আজকের এই আলোচনা আরো কার্যকর হতো। সিপিডির জরিপের যে সেম্পল সাইজ দেওয়া হয়েছে সেটা নিয়েও আমাদের প্রশ্ন রয়েছে।

তবে আমরা শ্রমিকদের ভালো মজুরি দিতে চাই। সেটা সিপিডির প্রস্তাবের চেয়েও বেশি দেওয়ার আগ্রহ রয়েছে। এজন্য মালিকদের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এ ছাড়া আগামী নভেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণের আশ্বাস দিয়েছেন তিনি।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত দ্রুত বন্ধের আহ্বান বাংলাদেশের

 ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত এবং এতে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রবিবার (৮ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংঘাত-সহিংসতায় কোনো পক্ষেরই লাভ নেই। বাংলাদেশ ইসরায়েলি ও ফিলিস্তিনি—দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আরো প্রাণহানি এড়াতে অনতিবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানায়।

বাংলাদেশ মনে করে, ইসরায়েলি দখলদারির মধ্যে বসবাস এবং ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন ওই অঞ্চলে শান্তি আনবে না।

জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ নম্বর প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন ও ইসরায়েল—‘দুই রাষ্ট্র সমাধানকে’ বাংলাদেশ সমর্থন করে।

বাংলাদেশ সব পক্ষকে বাড়তি ও নির্বিচারে শক্তিপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানায়। বাংলাদেশ মনে করে, আলোচনা ও কূটনীতিই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের টেকসই সমাধান আনতে পারে। সব পক্ষকে এ লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ আহ্বান জানায়।

আবার রক্তক্ষয়ী সংঘর্ষে ইসরায়েল-ফিলিস্তিন, এরপর কী

 ইসরায়েলের ওপর মিসর ও সিরিয়ার আকস্মিক হামলার মধ্য দিয়ে ১৯৭৩ সালে চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল। গতকাল শনিবার ইসরায়েলের ওপর ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বড় ধরনের হামলাকে কেন্দ্র করে ৫০ বছর পর আগের সে পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


গতকাল হামাসের হামলাটিও ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। দিনটিও ছিল ইহুদিদের ছুটির দিন। ওই হামলার পর ইসরায়েলও গাজায় বিমান হামলা চালিয়েছে। স্থল অভিযানেরও পরিকল্পনা করছে তারা।

 কিছুদিন ধরেই গাজা উপত্যকায় উত্তেজনা বাড়তে দেখা গিয়েছিল। তবে ভাবা হচ্ছিল, গাজার শাসনে থাকা হামাস কিংবা ইসরায়েল কেউই চায় না উত্তেজনা আরও বাড়ুক। সে ধারণা মিথ্যা প্রমাণ করে গতকাল শনিবার হঠাৎ ইসরায়েল অভিমুখে বড় ধরনের অভিযান শুরু করে হামাস। তারা একের পর এক রকেট ছুড়তে থাকে। কিছু রকেট জেরুজালেম ও তেল আবিবের মতো দূরবর্তী শহরগুলোতেও পৌঁছাতে পেরেছে।


হামাসের হামলা আকস্মিক ও অপ্রত্যাশিত হলেও তা ছিল সুপরিকল্পিত। শনিবার রকেট হামলা চালানোর পাশাপাশি স্থলপথ, সমুদ্রপথ ও আকাশপথ ব্যবহার করে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েন। তাঁরা কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলি শহর ও সেনাচৌকি অবরুদ্ধ করে রাখেন। তাঁদের অভিযানে বেশ কিছুসংখ্যক ইসরায়েলি নিহত হন। কিছুসংখ্যক সামরিক-বেসামরিক ইসরায়েলি নাগরিককে তাঁরা জিম্মি করে গাজায় নিয়ে গেছেন। তবে এ সংখ্যা ঠিক কত, তা সুনির্দিষ্ট করে জানা যায়নি।