Thursday, March 16, 2017
Tuesday, March 14, 2017
উচ্চ মাধ্যমিক পাসেই চাকরির সুযোগ ওয়েস্টিন হোটেলে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচতারকা হোটেল ওয়েস্টিন। ‘ওয়েট্রেস’ পদে ১০ জন নারীকে এই নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও পদটিতে খণ্ডকালীন চাকরির সুযোগ থাকছে।
যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাসেই প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। হসপিটালিটি শিক্ষায় ডিপ্লোমা বা অন্য কোনো সনদধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুটের বেশি হতে হবে। পাশাপাশি সব হোটেলের নিয়মকানুনসহ ওয়েস্টিন হোটেলের গাইডলাইন সম্পর্কে সচেতন থাকতে হবে। এ ছাড়া ন্যূনতম তত্ত্বাবধায়নে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সক্ষম হতে হবে।
আবেদন প্রক্রিয়া
উচ্চ মাধ্যমিক পাসেই প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। হসপিটালিটি শিক্ষায় ডিপ্লোমা বা অন্য কোনো সনদধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুটের বেশি হতে হবে। পাশাপাশি সব হোটেলের নিয়মকানুনসহ ওয়েস্টিন হোটেলের গাইডলাইন সম্পর্কে সচেতন থাকতে হবে। এ ছাড়া ন্যূনতম তত্ত্বাবধায়নে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সক্ষম হতে হবে।
আবেদন প্রক্রিয়া
http://linkshrink.net/7AP8dd
আগ্রহী প্রার্থীরা ২৫ মার্চ, ২০১৭ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা ২৫ মার্চ, ২০১৭ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবুল খায়ের টোবাকোতে ১৮ হাজার টাকার চাকরি
মার্কেটিং বা সেলসে ক্যারিয়ার শুরু করার প্রস্তুতি নিচ্ছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ দিচ্ছে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তি অনুযায়ী ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে নিয়োগ দেওয়া হবে। দেশের আটটি বিভাগের প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্নাতক পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিগারেট বাজারজাতকরণে অভিজ্ঞসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে। এ ছাড়া স্মার্ট, চটপটে ও উপস্থাপনে দক্ষতা থাকতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স ২৩ মার্চ-২০১৭ পর্যন্ত সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে সর্বসাকল্যে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগামী ২২ মার্চ-২০১৭ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পাশাপাশি ২৩ মার্চ-২০১৭ তারিখে একই সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের সময়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকারের জন্য ‘বাড়ি নং-৭৫, রোড নং-৯/এ, ধানমণ্ডি আবাসিক এলাকা, (স্টার কাবাবের পেছনে), ঢাকা-১২০৯’ ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১৪ মার্চ-২০১৭ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :
http://linkshrink.net/7NLImU
প্রথম ভিআর স্মার্টফোন নির্মাণ করল প্রোট্রুলি
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান প্রোট্রুলি তাদের নতুন স্মার্টফোনে যুক্ত করেছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা! তাদের দাবি অনুসারে এটিই পৃথিবীর প্রথম 'ভিআর (ভার্চুয়াল রিয়্যালিটি) স্মার্টফোন'। একটি প্রতিবেদনের মাধ্যমে দ্য ভার্জ জানাচ্ছে স্মার্টফোনটি সম্পর্কে।
প্রোট্রুলির এই স্মার্টফোনটির নাম রাখা হয়েছে ‘ডার্লিং’। বিল্ট-ইন ৩৬০ ডিগ্রি ক্যামেরা দিয়ে খুব সহজেই তোলা যাবে ভিআর ছবি কিংবা ভিডিও। ভিডিও কিংবা ছবি ধারণ করার পর তা গোলাকৃতির একটি ফ্রেমে দেখাবে। তবে সম্পূর্ণভাবে ৩৬০ ডিগ্রি ভিডিও কিংবা ছবি উপভোগ করতে ব্যবহার করতে হবে ভিআর হেডসেট। অন্যদিকে ইউটিউব কিংবা অন্যান্য মাধ্যম, যেখানে ৩৬০ ডিগ্রি ফাইল সাপোর্ট করে সেখানে আপলোড করার সুবিধাও থাকবে।
ডার্লিং স্মার্টফোনের দুটি সংস্করণ তৈরি করেছে প্রোট্রুলি। সাধারণ সংস্করণের সঙ্গে সঙ্গে তৈরি করা হয়েছে একটি শৌখিন সংস্করণ, যেখানে থাকছে স্বর্ণের তৈরি ফ্রেম, প্রিমিয়াম লেদার এবং চারটি হীরক খণ্ড। চায়না ডেইলি পত্রিকার ভাষ্য অনুযায়ী, সাধারণ সংস্করণের দাম হবে ৬০০ মার্কিন ডলার এবং অন্য সংস্করণটির দাম হতে যাচ্ছে এক হাজার ৩০০ মার্কিন ডলার। শুধু চীনের বাজারেই পাওয়া যাবে স্মার্টফোন দুটি।
স্পেসিফিকেশনের দিক থেকে অবশ্য কোনো পার্থক্য থাকবে না স্মার্টফোন দুটির মাঝে। ৫.৫ ইঞ্চি পর্দার ১০৮০পি পর্দার ফোনে থাকবে মিডিয়াটেক প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। অন্যদিকে স্মার্টফোনের সামনে ও পেছনে ৩৬০ ডিগ্রি ক্যামেরা থাকার পাশাপাশি ১৩ মেগাপিক্সেলের সাধারণ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকছে ডার্লিং-এ। ৩৫৬০ এমএএইচ ক্ষমতার বিশালাকার ব্যাটারি শক্তি সরবরাহ করবে ভির দাম হতে যাচ্ছে ১৩০০ মার্কিন ডলাআর স্মার্টফোনটিতে।
অ্যানড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন দুটিতে সংযুক্ত থাকবে ইউএসবি-সি পোর্ট। তা ছাড়া ফোনের পেছনে থাকবে ফিংগারপ্রিন্ট স্ক্যানার।
নতুন ক্রোমবুক আনছে স্যামসাং
অর্ধযুগ পার করল গুগলের ক্রোমবুক। আর এই লম্বা সময়ে গুগল তাদের ক্রোমবুক নির্মাণ করেছে ডেল, অ্যাসার কিংবা স্যামসাংয়ের মতো টেকজায়ান্টের সঙ্গে। স্বল্পমূল্য এবং মধ্যম ধাঁচের স্পেসিফিকেশনের নোটবুক কম্পিউটার হিসেবে ক্রোমবুকের পরিচিত থাকলেও নতুন ক্রোমবুকে সম্মিলন ঘটেছে বেশ শক্তিশালী হার্ডওয়্যারের। এ খবর জানাচ্ছে ফোর্বস।
স্যামসাংয়ের নির্মিত ক্রোমবুক প্রো বাজারে আসতে যাচ্ছে আগামী এপ্রিলে। ইন্টেলের কোর এমথ্রি-৬ওয়াই৩০ হেক্সাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে ক্রোমবুক প্রোতে। ৪ গিগাবাইট র্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজ থাকবে এখানে। ওয়েব ব্রাউজিং থেকে শুরু করে বিভিন্ন অ্যানড্রয়েড অ্যাপ এখানে চলবে বাধাহীনভাবে।
তবে নতুন ক্রোমবুকে সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে তার পর্দায়। ২৪০০ x ১৬০০ রেজ্যুলুশনের টাচস্ক্রিন এলইডি পর্দা অ্যাপলের ম্যাকবুকের শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতা রাখে। অন্যদিকে ক্রোমবুক প্রো মাত্র ০.৫৫ ইঞ্চি পুরু এবং ওজন এক কেজির কিছু বেশি। সঙ্গে থাকছে দুটি ইউএসবি-সি পোর্ট। ৩.৫ মিমি হেডফোন জ্যাক, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ব্লুটুথের মতো আইও সুবিধা থাকছে অন্যান্য সাধারণ ল্যাপটপের মতো। অপারেটিং সিস্টেম বরাবরের মতই ক্রোম ওএস।
ক্রোমবুকের সঙ্গে থাকবে একটি টাচস্ক্রিন পর্দার উপযোগী পেন, যার ফলে বিভিন্ন অ্যাপ আরো বেশি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। ৩৬০ কোণে বাঁকানো যাবে ক্রোমবুক প্রোকে, যার ফলে ট্যাব হিসেবেও ব্যবহারে কোনো সমস্যা থাকবে না।
গুগলের ক্রোমবুক দিন দিন আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। এমনকি অনেক শক্তিশালী পিসি এবং ম্যাকবুকের সঙ্গেও প্রতিযোগিতায় নামতে যাচ্ছে তারা। মার্চ মাস থেকে পাওয়া যাবে ক্রোমবুক প্রো, যার দাম ধরা হয়েছে ৫৪৯ মার্কিন ডলার।
ইন্সটাগ্রামে কোলাজ ছবি-ভিডিওর নতুন ফিচার
দশটি ছবি বা ভিডিও দিয়ে কোলাজ তৈরি করে এক পোস্টের মাধ্যমে আপ করতে পারবেন ইন্সটাগ্রামে। সম্প্রতি এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য চালু করেছে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট টেকক্রাঞ্চের বরাত দিয়ে ভারতের আইটি বিষয়ক ম্যাগাজিন ডিজিট জানায়, মার্চ মাস থেকেই অ্যানড্রয়েড ও আইওএসে এই ফিচার ব্যবহার করা যাচ্ছে। ফিচারটির বিজ্ঞাপন ২০১৫ সাল থেকে প্রচার করে আসছিল ইন্সটাগ্রাম।
ফিচারটি ব্যবহার করে পোস্ট দেওয়া খুবই সহজ। যখন আপনি নতুন একটি পোস্ট দেওয়ার জন্য বাটন স্পর্শ করবেন তখন এটি আপনাকে নিয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে। সেখানে আপনি ডান দিকে একটি নতুন আইকন লক্ষ্য করবেন। সেই আইকন স্পর্শ করা মাত্রই আপনাকে ১০টি ছবি বা ভিডিও বাছাই করার সুযোগ দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না আপনি ‘নেক্সট’ বাটনটি স্পর্শ করছেন। জেনে রাখা ভালো, এই ফিচারটি শুধু আপনার গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওই নয় বরং এর মাধ্যমে ইন্সট্রাগ্রামে রাখা পূর্বের বুমেরাং ও হাইপারল্যাপস ক্লিপও শেয়ার করতে পারবেন।
কোন ছবির পর কোন ছবি আপনি সাজাবেন তাও ছেড়ে দেওয়া হয়েছে আপনার হাতেই। আপনার আঙুলের সামান্যস্পর্শে আপনি ধারাবাহিকভাবে ছবিগুলো বাছাই করার পাশাপাশি আপনার পছন্দের ছবিকে টেনে আপনার পছন্দের জায়গায় বসাতে পারবেন। প্রত্যেক ইন্সটাগ্রাম পোস্টেরই গুরুত্বপূর্ণ বিষয় ফিল্টার। আর এই ফিচারটি আপনাকে প্রত্যেক ছবির জন্য আলাদা আলাদা ফিল্টার অথবা সব ছবির জন্যই একটি ফিল্টার ব্যবহারের সুযোগ দিচ্ছে।
একটি পোস্টের আপনার গোটা অ্যালবামকে কোলাজ আকারে প্রকাশ করতে পারবেন। ফলে লাইক কমেন্ট বা ক্যাপশনের জন্য আপনাকে একবারই কষ্ট করতে হবে। ইন্সটাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন সিসট্রোম টেকক্রাঞ্চকে জানান, ‘ইন্সটাগ্রামের লক্ষ্য ছিল শুধু একটি গল্পের উল্লেখযোগ্য অংশবিশেষ দেখানো নয় বরং এই ফিচারের মাধ্যমে একটি গল্পকে বর্ণনায় সেরা উপায় খুঁজে বের করা। এই ফিচার তৈরিতে এটাই ছিল আমাদের প্রেরণা।’
ইন্সটাগ্রাম স্বীকার করে নিয়েছে যে কিছু জিনিস তারা স্ন্যাপচ্যাট থেকে নিয়েছে, তবে সেটা ছিল ইন্সটাগ্রামকে সবার ব্যবহার উপযোগী করে তোলার প্রথম ধাপ। কিন্তু নতুন এই ফিচারের মাধ্যমে ইন্সটাগ্রাম আরেক ধাপ এগিয়ে গেল। ইন্সটাগ্রাম এই ফিচারের প্রচারণায় বলছে, ‘শেয়ার করুন আপনার বন্ধুকে হঠাৎ চমকে দেওয়া জন্মদিনের অনুষ্ঠানের ছবি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। অথবা শেয়ার করুন ধাপে ধাপে একটি চমৎকার কেক বানানোর রেসিপি যা আপনার ইন্সট্রাগ্রামের বন্ধুরা সহজেই দেখতে পাবে।’
আগে ইন্সটাগ্রাম পোস্টে পাঁচটি ছবি কোলাজ করার কথা বলা হলেও এখন ইন্সটাগ্রামের গ্রাহকরা ১০টি ছবি শেয়ার করতে পারবেন একই পোস্টে। ‘ইন্সট্রাগ্রাম স্টোরিজ’ ফিচারের মতো এই ফিচারটিও যে ধীরে ধীরে জনপ্রিয় হবে তা এখনই আঁচ করা যাচ্ছে।
বিশাল ব্যাটারিওয়ালা স্মার্টফোন!
বিভিন্ন শৌখিন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের ব্যয়বহুল বিলাসী স্মার্টফোন নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে মনোযোগ দিয়ে থাকে ডিজাইনের দিকে। সঙ্গে স্বর্ণ কিংবা হীরকখণ্ড জুড়ে দেওয়া বা মোড়ানো কেসিং দাম কিংবা ফোনটির বডি করে তোলে অন্য রকম। তবে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জিয়োনি অনুসরণ করছে ভিন্ন পথ। রীতিমতো দানবীয় ক্ষমতাসম্পন্ন ব্যাটারিওয়ালা নতুন একটি স্মার্টফোন নির্মাণ করছে জিয়োনি, জানা গেল ইএনগেজেটের খবরে।
জিয়োনি তাদের নতুন শৌখিন এই স্মার্টফোনে অসাধারণ সব স্পেসিফিকেশন রাখার পাশাপাশি আসল চমক দিচ্ছে ব্যাটারি দিয়ে। পাক্কা ৭০০০ এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারিসহ বাজারে আসছে জিয়োনির নতুন স্মার্টফোন ‘এম২০১৭’।
জিয়োনি জানাচ্ছে, তাদের এই ‘এম২০১৭’-এর ব্যাটারির ক্ষমতা এতই বেশি যে একটানা ২৬ ঘণ্টা ভিডিও ক্লিপস দেখা যাবে এই ফোনে। ঝাড়া ৩২ ঘণ্টার টকটাইম নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। স্বাভাবিক ব্যবহার কার্যের ক্ষেত্রে খুব সহজেই ধারণা করা যায়, এক চার্জেই কেটে যাবে বেশ কয়েক দিন।
শুধু ব্যাটারি নয়, অন্যান্য হার্ডওয়্যারের দিকেও বেশ মনোযোগী জিয়োনি। এইচডি অ্যামোলেড পর্দার সঙ্গে ৬ জিবির হৃষ্টপুষ্ট র্যাম, আর সঙ্গে রয়েছে ১২৮ জিবির বিশাল স্টোরেজ। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার বিপরীতে ডুয়েল ক্যামেরা থাকছে পেছনে। আইফোন ৭ প্লাসের মতো ২এক্স অপটিক্যাল জুম করার ফিচার রাখা আছে এই ক্যামেরায়। তবে প্রসেসরের দিক থেকে অন্যান্য ফ্ল্যাগশিপের চেয়ে কিছুটা পিছিয়ে ‘এম২০১৭’। স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে।
জানুয়ারির ৬ তারিখ থেকে চীনের বাজারে পাওয়া যাচ্ছে এম২০১৭। ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ধরা হয়েছে এক হাজার মার্কিন ডলার। অন্যদিকে ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম এক লাফে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৪৪৬ মার্কিন ডলার।
ফেসবুকের ১০ দরকারি বিষয় জানেন কি?
বর্তমান যুগে প্রযুক্তিবান্ধব লোকের ফেসবুক অ্যাকাউন্ট থাকবে না, এমনটা হতেই পারে না। সবাই এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি প্রতিদিন ব্যবহার করছেন, নিজের মনের অনুভূতি প্রকাশ করছেন, ছবি আপ করছেন, এমনকি ভিডিও চ্যাট বা লাইভও করছেন। তারপরও কিছু জরুরি সেটিংস কিন্তু অগোচরে রয়ে যেতে পারে। এই সেটিংসগুলো সম্পর্কে জানলে আপনার ফেসবুক ব্যবহার হয়ে উঠতে পারে আরো আনন্দময় ও সুবিধাজনক। অনলাইন গণমাধ্যম ব্রাইট সাইডের সৌজন্যে চলুন দেখে নিই ১০টি জরুরি, কিন্তু কম ব্যবহৃত সেটিংসের কথা।
ফোরকে এইচডিআর পর্দার স্মার্টফোন নিয়ে এলো সনি
প্রথমবারের মতো ফোরকে এইচডিআর পর্দার স্মার্টফোন বাজারে নিয়ে এলো সনি। দেড় বছর আগে এক্সপেরিয়া জেড৫ প্রিমিয়াম স্মার্টফোনে প্রথমবারের মতো ফোরকে রেজ্যুলুশনের পর্দা ব্যবহার করেছিল সনি। গত সপ্তাহে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ফোনটি উন্মোচন করা হয়। খবর জানিয়েছে ম্যাশেবল।
এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়াম নামের নতুন স্মার্টফোন শুধু পর্দা দিয়েই চমক জাগাচ্ছে না, ফোনটির ক্যামেরাতেও যথেষ্ঠ উন্নতি সাধন করেছে নির্মাতা প্রতিষ্ঠান। এক্সজেড প্রিমিয়ামের ক্যামেরা ৯৬০ ফ্রেম প্রতি সেকেন্ডে ভিডিও ধারণ করতে সক্ষম।
স্মার্টফোনের ক্ষেত্রে কোয়াড এইচডি পর্দা এবং ফোরকে রেজ্যুলুশনের পর্দার মাঝে খুব বেশি মাত্রায় পার্থক্য খালি চোখে পাওয়া যাবে না। অন্যদিকে ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআরের জন্য ফোরকে বেশ সুবিধাজনক হলেও সনির পক্ষ থেকে মোবাইল ভিআর সেট নির্মাণের কোনো তাগিদ দেখা যায়নি। তবে এইচডিআর পর্দা হওয়ার কারণে স্মার্টফোনটির পর্দায় আরো উজ্জ্বল এবং নিখুঁত দেখা যাবে যেকোনো ছবি কিংবা ভিডিও।
৫.৫ ইঞ্চি পর্দার এই ফোনে থাকছে কোয়ালকোমের সর্বশেষ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৩৫, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ সুবিধা যা কি না মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বৃদ্ধি করা যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত। ৩,২৩০ এমএএইচ ক্ষমতার স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যানড্রয়েড নুগাট।
অন্যান্য প্রিমিয়াম এক্সপেরিয়া স্মার্টফোনের মতো এই স্মার্টফোনটিও পানি ও ধূলারোধী। তা ছাড়া ফিংগারপ্রিন্ট স্ক্যানার ফিচারটিও বাদ যায়নি এখানে।
অন্যান্য প্রিমিয়াম এক্সপেরিয়া স্মার্টফোনের মতো এই স্মার্টফোনটিও পানি ও ধূলারোধী। তা ছাড়া ফিংগারপ্রিন্ট স্ক্যানার ফিচারটিও বাদ যায়নি এখানে।
ক্যামেরার ক্ষেত্রে বেশ বড় পরিবর্তন এনেছে সনি। ১৯ মেগাপিক্সেলের ‘মোশন আই’ ক্যামেরা ছবি তুলতে পারবে নিজ থেকেই; সনি এই ফিচারকে ডাকছে ‘প্রেডিক্টিভ ক্যাপচার’ নামে। আর ৯৬০ এফপিএসে ভিডিও ধারণ করতে সক্ষম এই ক্যামেরার মাধ্যমে উচ্চমানের স্লোমোশন ভিডিও ধারণ করা সম্ভব হবে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরাতেও এসেছে পরিবর্তন। ১৩ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা থাকছে এক্সপেরিয়া এক্সজেডে।
দামের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানায়নি সনি। তবে স্পেসিফিকেশন দেখে সহজেই আঁচ করা যায় এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়ামের দাম নেহায়েত কম হবে না।
দামের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানায়নি সনি। তবে স্পেসিফিকেশন দেখে সহজেই আঁচ করা যায় এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়ামের দাম নেহায়েত কম হবে না।
কথিত পীর ও মুরিদ হত্যার রহস্য উদঘাটন হবে : অতিরিক্ত ডিআইজি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কথিত পীর ও মুরিদ হত্যার ঘটনাস্থল কাদরিয়া মোহাম্মদি দরবার শরিফ পরিদর্শন করেছেন পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মনজুরুল কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সদস্যসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত ডিআইজিসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল গিয়ে আলামত সংগ্রহ করেন।
কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও মুরিদ রুপালি বেগমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে প্রথম জানাজা শেষে নিজ গ্রাম দৌলায় বাদ আসরের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে দরবার শরিফের পাশে ফরহাদ হোসেন চৌধুরীকে দাফন করা হয়।
সিরাজগঞ্জের নারী মুক্তিযোদ্ধা সূর্য বানু মারা গেছেন
মহান স্বাধীনতার মাসে মারা গেলেন সিরাজগঞ্জের নারী মুক্তিযোদ্ধা সূর্য বানু (৭১)। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একাত্তরের এই মুক্তিযোদ্ধা দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ছেলে হাফিজুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সূর্য বানু শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজন চাম্মু গং জানান, আজ আসরের পর রহমতগঞ্জ কবরস্থান মসজিদ প্রাঙ্গণে সূর্য বানুর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১৯৭১ সালে এই মুক্তিযোদ্ধা বড় বোনের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে সম্ভ্রম হারান। এরপর দীর্ঘদিন তিনি মানুষের সামনে না এসে একাকী জীবনযাপন করেন। পরে ১৯৯২ সালে ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে তিনি জনসম্মুখে আসেন। দীর্ঘ ৪৫ বছর পর গত বছর তিনি নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করেন।
মেয়েটিকে দত্তক চায়, এমন পরিবার খোঁজ করুন : বিচারক
কিশোরী নিপা আক্তারের বয়স এখন ১৫। তিন-চার বছর বয়সে সে হারিয়ে যায়। এরপর তার বাবা-মা বা অভিভাবকদের কোনো সন্ধান মেলেনি।
এর পর থেকে বেশ কয়েক বছর গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে ছিল মেয়েটি। পরে বড় হয়ে ঢাকার মিরপুরে আল নাহিয়ান শিশু পরিবার নামের একটি বেসরকারি সংস্থায় থাকতে শুরু করে। সেখান থেকে মেয়েটি গত ১১ মার্চ আবার হারিয়ে যায়। সে অভিভাবককে খুঁজতে গিয়েছিল বলে জানা গেছে। পরে তাকে উদ্ধারের জন্য পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করে। মেয়েটিকে পুলিশ উদ্ধার করে ঢাকার কিশোর আদালতে হাজির করে।
কিশোর আদালতে মেয়েটিকে হাজির করা হলে বিচারক রুহুল আমিন তাকে গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর অনুমতি দেন।
এ ছাড়া বিচারক উপস্থিত আইনজীবীদের বলেন, মেয়েটিকে দত্তক হিসেবে নিতে চায় এমন পরিবারের খোঁজ করুন। যাতে মেয়েটির ভবিষ্যৎ গড়ে ওঠে।
আইনজীবী ফারুক আহম্মেদ জানান, দীর্ঘদিনে মেয়েটির পরিবারের খোঁজ পাওয়া যায়নি। আর খোঁজ পাওয়ার সম্ভাবনাও নেই। তাই বিচারক মেয়েটিকে দত্তক নিতে চায় এমন পরিবারের সন্ধান নিতে বলেছেন। বিচারক এ বিষয়ে গণমাধ্যম ও ফেসবুকের সহায়তা নিতে বলেছেন।
এর পর থেকে বেশ কয়েক বছর গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে ছিল মেয়েটি। পরে বড় হয়ে ঢাকার মিরপুরে আল নাহিয়ান শিশু পরিবার নামের একটি বেসরকারি সংস্থায় থাকতে শুরু করে। সেখান থেকে মেয়েটি গত ১১ মার্চ আবার হারিয়ে যায়। সে অভিভাবককে খুঁজতে গিয়েছিল বলে জানা গেছে। পরে তাকে উদ্ধারের জন্য পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করে। মেয়েটিকে পুলিশ উদ্ধার করে ঢাকার কিশোর আদালতে হাজির করে।
কিশোর আদালতে মেয়েটিকে হাজির করা হলে বিচারক রুহুল আমিন তাকে গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর অনুমতি দেন।
এ ছাড়া বিচারক উপস্থিত আইনজীবীদের বলেন, মেয়েটিকে দত্তক হিসেবে নিতে চায় এমন পরিবারের খোঁজ করুন। যাতে মেয়েটির ভবিষ্যৎ গড়ে ওঠে।
আইনজীবী ফারুক আহম্মেদ জানান, দীর্ঘদিনে মেয়েটির পরিবারের খোঁজ পাওয়া যায়নি। আর খোঁজ পাওয়ার সম্ভাবনাও নেই। তাই বিচারক মেয়েটিকে দত্তক নিতে চায় এমন পরিবারের সন্ধান নিতে বলেছেন। বিচারক এ বিষয়ে গণমাধ্যম ও ফেসবুকের সহায়তা নিতে বলেছেন।
Saturday, March 4, 2017
Wednesday, March 1, 2017
Subscribe to:
Posts (Atom)