Thursday, June 25, 2015

দেশি নায়কের সফল নায়িকা!

দেশি নায়কের সফল নায়িকা!

দেশি নায়কের সফল নায়িকা!
‘ভাবতে খুবই অবাক লাগে ইদানিংকালের দুই-একজন নবাগতা নিজেদের ক্যারিয়ারে সাফল্যের ব্যাখ্যা দিচ্ছেন কলকাতার ব্যর্থ নায়কদের সাথে অভিনয়ের কথা বলে।’ সম্প্রতি ঢালিউডের সর্বাধিক হিট ছবির নায়িকা অপু বিশ্বাস নতুনদের এই প্রবণতা নিয়ে এমনটাই মন্তব্য করেন।
সাম্প্রতিককালে একাধিক টলিউড হিরোদের অযাচিতভাবে আমদানী প্রসঙ্গে অপু বিশ্বাস এমনটা বলতেই পারেন। কারণ নিজের ক্যারিয়ার তিনি গড়েছেন অনেক কাঠখড় পুড়িয়ে একেবারে নিজস্ব মুন্সিয়ানায়। তাতে যৌথ নামের কোনো চমক ছিল না, ছিল না ওপার বাংলার চমক লাগানো হিরোর নাম!

No comments:

Post a Comment